আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5736

নামায

প্রকাশকাল: 13 অক্টো. 2021

প্রশ্ন

ইমাম নামাজ পড়ানোর জায়গায় আসার আগে ইকামত শুরু করা যাবে কী?

উত্তর

না, ইমাম সাহেব আসার আগে ইকামত শুরু করা যাবে না। তবে ইমাম সাহেব যদি অনুমতি দিয়ে রাখেন যে, নামাযের নির্ধারিত সময় হয়ে গেলে ইকামত দিবে, তিনি উপস্থিত না হলেও, তাহলে ইমাম সাহেব আসার পূর্বে ইকামত দিতে সমস্যা নেই। সূত্র: