আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5735

হালাল হারাম

প্রকাশকাল: 12 অক্টো. 2021

প্রশ্ন

আসসালামু আলাইকু, আমাদের কিছু সুপারি রয়েছে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি সুপারি মানুষের স্বাস্থের জন্য ক্ষতিকর, এছাড়া সুপারি খাওয়া জায়েজ নয়। এখন আমাদের এই সুপারি বিক্রি করা হালাল না হারাম হবে? দয়া করে বিস্তারিত ভাবে বলবেন।

উত্তর

সুপারী হারাম হওয়ার ব্যাপারে স্পষ্ট কোন দলীল নেই, এটা সমাজে মাদক হিসেবে স্বীকৃত নয় এবং এটি খাওয়ার দ্বারা কোন প্রকার নেশাও হয় না, তাই এটি খাওয়া, চাষ করা, কেনা বোচা করা সবই জায়েজ।