আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 571

অর্থনৈতিক

প্রকাশকাল: 23 আগস্ট 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম, সার ইসলামী ব্যাংকে টাকা ডিপজিট,এবং ডিপিএস করা জায়েজ হবে কি? উত্তরটা জানালে উপকৃত হব ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইসলামী ব্যাংক যদি আপনার টাকা ইসলামী পদ্ধতিতে ব্যবাসাতে লাগায় তাহলে জায়েয হবে। তবে অধিকাংশ সময়েই তা হয় না। স্যার রহ. এই ধরণের এক প্রশ্নের জবাবে বলেছিলেন জায়েয হবে না।