আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 570

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 22 আগস্ট 2007

প্রশ্ন

স্যার আমি এই মাস থেকে সুন্নতি style এ টাখনুর উপরে pant পড়া শুরু করেছি। সাধারনত pant নাভির নিচে চলে যায়। কিন্তু সেই অংশ shirt দিয়ে ঢাকা থাকে, এতে কি কোন সমস্যা হবে?

উত্তর

শার্ট দিয়ে ঢাকা থাকলে কোন সমস্যা নেই। তবে প্যান্ট এমন হওয়া উচিৎ যা নাভীর না আসে।