As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 572

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 24 আগস্ট 2007

প্রশ্ন

আসসালা ম্যু আলাইকুম, আমার নাম মোহাম্মাদ মনির হুসাইন। আমি অনেক ঋণগ্রস্থ একজন মানুষ। আমার বাবা ও বড় ভাইসহ আরো অনেক মানুষ আমার নিকট টাকা পাবে। আমিও অনেক টাকা আমার চাচাতো ভাই ও বন্ধুদের কাছ থেকে পাব। আমাকে প্রতিদিন সবাই টাকার জন্য ফোন দেয় আর এই জন্য আমি ঠিক মতো এবাদতও করতে পারিনা। মনযোগ হারিয়ে ফেলি। আর আমি যাদের কাছে টাকা পাব তাঁরাও আমাকে বিভিন্ন কারণ দেখিয়ে দিনের পর দিন ঘোরাচ্ছে। এই অবস্থায় আমি কি কি আমল কিভাবে কিভাবে করলে এই কঠিন বিপদ থেকে মুক্তির আশা করতে প্যারি? আমার প্রশ্নের উত্তরটা যত তাড়াতাড়ি সম্ভব পেলে খুব এ উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিপদ-সংকটে সবর করার মধ্যেই রয়েছে মূমিনের সফলতা। অনেক সময় আল্লাহ তায়ালা এই বিপদাপদ দ্বরা তাঁর প্রিয় বান্দাদের পরীক্ষা করেন। সুতরাং আপনি দুঃশ্চিন্তা করবেন না। আল্লাহর কাছে দুআ করুন আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে। আপনি রাহে বেলায়েত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ১৫৭, ১৮৮, ১৯২ নং দুআগুলো নফল সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় বেশী বেশী পাঠ করুন। এছাড়া কুরআনের এই দআটিও সালাতে এবং অন্যান্য সময় বারবার পড়বেন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনার সব সংকট দূর করে দেন।