As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 5709
আস-সালামু আলাইকুম, আমার বাবা কিছু জমি ক্রয় করেছেন। যার টাকার মধ্যে কিছু সুদের টাকাও রয়েছে। এখন আমি যদি সেই জমিতে থাকি তাহলে আমিও কি সুদ খোর হয়ে যাব

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5709

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমার বাবা কিছু জমি ক্রয় করেছেন। যার টাকার মধ্যে কিছু সুদের টাকাও রয়েছে। এখন আমি যদি সেই জমিতে থাকি তাহলে আমিও কি সুদ খোর হয়ে যাব

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যদি বাবার এই কাজ সন্তুষ্ট চিত্তে সমর্থন করেন তাহলে আপনিও পাপী হবেন। আর যদি থাকা জায়গা না থাকে, পাপের কাজের প্রতিও আপনি সন্তুষ্ট নন তাহলে থাকলে আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ।