As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5708

হালাল হারাম

প্রকাশকাল: 15 সেপ্টে. 2021

প্রশ্ন

আমার মামা বিজনেস করে। তার কিছু টাকা হালাল ভাবে উপার্জন করা। আর কিছু টাকা হারাম ভাবে উপার্জন করা। তার বাসার কোনো কিছু খাওয়া কি হালাল হবে।

উত্তর

হারাম-হালাল মিশ্রিত হলে আলেমদের একাংশ জায়েজ বলেছেন তবে উত্তম হলো এ তাদের বাড়ি খাবেন না, তাদের কোন উপহার নিবেন না। তবে কৌশলে করবেন, আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন না হয়।