ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5710
মেয়েটির কাজ কর্ম দেখে তো ধার্মিক মনে হচ্ছে না। কিসের নেশায় সে ডিভোর্স চাচ্ছে সেটা বোধগম্য নয়। ছোট কারণে মেয়েটি তালাক চাচ্ছে তাই হারাম কোন সম্পর্কে সে লিপ্ত কিন যাচাই করা দরকার। চাপ দিলে যে দিকে ইচ্ছা চলে যাবে, এটা তো কোন ধার্মিক মেয়ের কাজ হতে পারে না। এসব তুচ্ছ কারণে ডিভোর্স চাওয়া যাবে না। স্বামী না চাইলে ডিভোর্স হবে না। মেয়েটির উচিত তার পিতা মাতার কথা মেনে চলা। এভাবে বিনা কারণে স্বামীর থেকে আলাদা থাকার কারণে মেয়েটি পাপী হচ্ছে। বিয়ের পর স্বামীর বৈধ কথার বাইর চলা বড় গুনাহ। তবে হারাম কোন সম্পর্কে লিপ্ত থাকলে তার স্বামীর উচিত হবে তাকে তালাক দেয়া এবং স্বামীর অনুগত এমন কোন সতী মেয়ে বিবাহ করা।