আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5704

জায়েয

প্রকাশকাল: 11 সেপ্টে. 2021

প্রশ্ন

প্র:- সালাতের শুরুতে সানার সময় কতগুলি দোয়া করা যাবে, মানে একাধিক দোয়া করা যায় কি? প্র:- সাজদায় কোরানের দোয়াগুলো করা যাবে কি? প্র:- তাশাহুদের পরে সালাম ফিরানোর আগে কোরানের দোয়াগুলো করা যাবে কি? এখানে বেশি দোয়া করার সুন্নত পদ্ধতি বলবেন?

উত্তর

সানার সময় একটি দুআ করা উত্তম। একাধিক করলেও জায়েজ হবে ইনশাআল্লাহ। সাজদাতে কুরআনের দুআর আয়ত পড়া যাবে দুআ হিসেবে। তবে কুরআন হিসেবে কুরআনের কোন কিছু পড়া যাবে না। তাশাহুদের পরে সালাম ফিরানোর আগে কোরানের দোয়া পড়াবিস্তারিত জানতে যাবে।