As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5703

হালাল হারাম

প্রকাশকাল: 10 সেপ্টে. 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম, মুহ্তারাম আমি একটি সুদভিত্তিক ব্যাংকে একটা ডিপিএস চালাই যেটা ১০ বছর মেয়াদি। একাউন্ট এর শর্তানুযায়ী ১০ বছর শেষে ব্যাংক আমাকে ৭% সুদ/লাভ সহ দিবে। কিন্তু, এখন আমার বোধোদয় হয়েছে, আমি এই সুদের কারবার আর চালাতে চাচ্ছিনা। প্রায় ৫ বছর শেষে আমার জমাকৃত মূল টাকার সাথে কিছু অতিরিক্ত টাকা যোগ হইছে, যেটার ভিত্তি এবং হিসাব ব্যাংক জানে, আমি জানিনা। এটা ঠিক ৭% সুদ না, যেটা মেয়াদান্তে পাওয়ার কথা। এখন, আমি যদি এই একাউন্ট টা ক্লোজ করে দেই, তাহলে ইতোমধ্যে যেই অতিরিক্ত টাকা টা আমার একাউন্টে যোগ হয়েছে সেটা কি সুদ হিসেবে বিবেচিত হবে? যদিও সময়ের সাথে টাকার মান পরিবর্তিত হচ্ছে। এই বাড়তি টাকা যদি টাকার মান এডজাস্ট করার কারনে হয়ে তবে কি সেটা গ্রহন করা যাবে? যদি এই অতিরিক্ত টাকা সুদ হয়ে থাকে, তবে এই টাকা কি আমি বিনা সওয়াবে গরীব মিসকিন দের সহযোগিতায় কিংবা কাউকে চিকিৎসা সহযোগিতার পাশাপাশি কোন মুসলমানের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে (যেমন বিয়ে শাদি) দিয়ে দিতে পারি, যেখানে সওয়াবের ব্যাপার নেই। এতে আমার কোন সওয়াব না হোক, কারো উপকার তো হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি দ্রুত একাউন্টটি ক্লোজ করুন। এবং জমা রাখার বাইরে যে টাকা পাবেন সেটা সুদ, হারাম টাকা। সময়ের সাথে টাকার মান পরিবর্তিত হলেও যে টাকা আপনি রেখেছেন তার চেয়ে বেশী নিতে পারবেন না। এই টাকা গরীব মানুষদেরকে সওয়াবের নিয়ত ছাড়া আপনি দিয়ে দিবেন। চিকিৎসার উদ্দেশ্যে দিবেন গরীবদেরকে, ধনীদেরকে দিতে পারেবেন না। কোন অসহায় মানুষের যদি বিয়ে শাদীর জন্য প্রয়োজনীয় টাকা না থাকে তাহলে তাকেও দিতে পারবেন।