ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5703
ওয়া আলাইকুমুস সালাম। আপনি দ্রুত একাউন্টটি ক্লোজ করুন। এবং জমা রাখার বাইরে যে টাকা পাবেন সেটা সুদ, হারাম টাকা। সময়ের সাথে টাকার মান পরিবর্তিত হলেও যে টাকা আপনি রেখেছেন তার চেয়ে বেশী নিতে পারবেন না। এই টাকা গরীব মানুষদেরকে সওয়াবের নিয়ত ছাড়া আপনি দিয়ে দিবেন। চিকিৎসার উদ্দেশ্যে দিবেন গরীবদেরকে, ধনীদেরকে দিতে পারেবেন না। কোন অসহায় মানুষের যদি বিয়ে শাদীর জন্য প্রয়োজনীয় টাকা না থাকে তাহলে তাকেও দিতে পারবেন।