ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5705
ওয়া আলাইকুমুস সালাম। এক সফরে একবার উমরাহ করা সুন্নাত। রাসূলুল্লাহ সা. এবং সাহাবীরা এক সফরে একবারের বেশী উমরাহ করেন নি। সুতরাং বাংলাদেশে থেকে গিয়ে উমরাহ করে হালাল হওয়ার পর আবার মসজিদে আয়েশাতে গিয়ে ইহরাম বেঁধে উমরাহ করার প্রয়োজন নেই। বেশী বেশী নফল তাওয়াফ করবেন, তাওয়াফের দুআ করবেন। বিস্তারিত জানতে