আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5658

শিরক-বিদআত

প্রকাশকাল: 27 জুলাই 2021

প্রশ্ন

যে সব মুসলিম জেনে শুনে হিন্দুদের পূজার জন্য পাঠা লালন-পালন করে তাদের পূজার উদ্দেশ্য ঐ পালনকৃত পাঠা বিক্রি করে ঐ সব মুসলমান সম্পর্কে শরিয়তের অভিমত কি?

উত্তর

শিরকের কাজে সহযোগিতা বড় ধরণের গুনাহ। কোন প্রকৃত মূ’মিন এমন গর্হিত কাজ করতে পারে না। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,(ولا تعاونوا على الإثم والعدوان) মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২। এটা বড় ধরণের সীমালংঘন, আবশ্যই এই কাজর ত্যাগ করতে হবে।