আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5657

বিবিধ

প্রকাশকাল: 26 জুলাই 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ইন্টারনেটে বইয়ের হার্ডকপি গুলোর পিডিএফ ভার্সন পড়া কি নাজায়েজ? আমার বই কেনার সামর্থ্য নেই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইন্টারনেটে বইয়ের হার্ডকপির পিডিএফ ভার্সন আপলোড করা হয় এই জন্যই যে, প্রয়োজনে মানুষ যেন পড়তে পারে। সুতরাং না জায়েজ হওয়ার প্রশ্ন নেই।