As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5659

প্রশ্ন

আসসালামু আলাইকুম। শায়খ আমার খালাতো বোনের আড়াই বছর বয়স তখন আমার জন্ম হয়েছে। এবং আমার খালা এক সপ্তাহের জন্য আমার দুধ মা ছিলেন। যদিও খালাতো বোন এবং আমি এক সঙ্গে দুধ পান করিনি তারপরেও কি সে আমার দুধ বোন? খালার অন্যান্য সন্তানেরা কি আমার দুধ ভাই বোন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনার খালা আপনার দুধ মা। এবং খালার অন্যান্য সন্তানেরা আপনার দুধ ভাই-বোন। আপনা যদি দুই বছরের বেশী বয়সে দুধ পান করতেন তাহলে দুধ সম্পর্ক হতো না।