As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5566

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 26 এপ্রিল 2021

প্রশ্ন

সামান্য উত্তেজনা হলে বা মাঝে মাঝে শুধু ওসব বিষয় মনে হলেই অটোমেটিক লিংগ থেকে পানির মতো বের হয়। অনেকসময় এমন হলো যে মসজিদে গেলেও হাল্কা হাল্কা বের হয়,তখন ওযু করলেও একটু পরে আবার বের হবে এমন অবস্থা। ঐ অবস্থায় আমার কি করা উচিত?যদি অযু করিও তাইলে আবার একটু পরেই বের হবে এমনি ওযুর মধ্যেও হয়ত হয়! আর যদি অনবরত বের হয় তখন বার বার ওযু সম্ভব না হলে এভাবে নামাজ পড়লে সেটা শুদ্ধ হবে কিনা?

উত্তর

যদি উত্তেজনা বা ওসব বিষয় মনে হওয়ার কারণে পানির মত কিছু বের হয় তাহলে সেটা শরীরকে নাপাক করে দিবে, ওযু ভেঙে যাবে। নতুন করে ওযু করতে হবে। এটা কাপড়কেও নাপক করে দেয়।আর যদি সবসময় অনবরত বের হয় তাহলে সেটা রোগ হিসেবে গণ্য। তখন নামাযের ওয়াক্ত হলে ওযু করে ঐ ওয়াক্তের সকল নামায ঐ ওযু দ্বারা আদায় করতে পারবেন। পরবর্তী ওয়াক্তে আবার ওযু করতে হবে। কাপড়ের গায়ে লাগলে প্রতি ওয়াক্তে কাপড়ও পাল্টিয়ে নতুন কাপড় পরতে হবে।