আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5567

যাকাত

প্রকাশকাল: 27 এপ্রিল 2021

প্রশ্ন

যাকাত দেয়ার জন্য স্বর্ণ কিংবা রুপার মধ্যে কোনটিকে নিসাব হিসেবে ধরতে হবে?

উত্তর

রুপার নিসাব অনুসারে বহু দিন ধরে হিসাব করা হচ্ছে। কিন্তু ইদানিং রুপার মূল্য অনেক কমে যাওয়ায় অনেক আলেমই বলছেন, স্বর্ণের নিসাব অনুযায়ী হিসাব করতে হবে। রুপার নিসাব অনুযায়ী হিসাব করার মধ্যেই অধিক সতর্কতা তবে কেউ চাইলে স্বর্ণের নিসাব অনুযায়ীও হিসাব করতে পারবে ইনশাআল্লাহ।