আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5565

জাদু-টোনা

প্রকাশকাল: 25 এপ্রিল 2021

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, হযরত গর্ভবতী মহিলা সন্ধ্যায় (মাগরীবের পর) বাসা থেকে বের হলে কোন সমস্যা আছে? প্রচলিত আছে জ্বীন সমস্যা করতে পারে। এ ব্যাপারে শরীয়ত কি বলে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। খারাপ জীনরা অনেক সময় মানুষের ক্ষতি করে থাকে। শুধু গর্ভবতী নয়, যে কোন মানুষই তাদের দ্বারা আক্রান্ত হতে পারে। তাদের হাত থেকে বাঁচতে হাদীসে অনেক দুআ শেখানো হয়েছে। সেগুলো পড়লে আর সমস্যা হয় না। যেমন, সকাল-বিকাল সূলা ইখলাস, ফালাক ও নাস তিন বার করে তেলায়াত করলেও জীনদের থেকে বেঁচে থাকা যায়। বিস্তারিত জানতে রাহে বেলায়াত বইটি পড়ুন