আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5389

অর্থনৈতিক

প্রকাশকাল: 31 অক্টো. 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একটি সরকারি চাকুরী করি। আমার চাকুরির বয়স ৬ বছর। গত ২ বছর আগে আমি ডাচ বাংলা ব্যাংক থেকে লোণ নিয়ে ৫ লক্ষ টাকা দিয়ে কেরানীগঞ্জ এ একটি জমি কিনি জার বর্তমান মূল্য ১০ লক্ষ টাকা। কিন্তু ব্যাংক এ প্রতি মাসে সুদ দিতে হয়। আরও ২.৫ বছর সুধ দিতে হবে। এছাড়া আমার গ্রামের বাড়িতে বাড়ি করায় বাঙ্ক+দেনা ১০ লক্ষ টাকা। এখন আমি অফিস থেকে একটা হাউজ লোণ নিয়ে ১০ লক্ষ টাকা সব দেনা পরিশোধ করতে চাই। কিন্তু কোন আলেম বলেন অফিস থেকে আমার টাকা (গ্রাচুইটি+প্রভিডেন্ট ফান্ড) হতে লোন নিলেও সেটা সুদ। সেক্ষেত্রে আমি কি জমি বিক্রি করে সমুদয় দেনা পরিশোধ করব, নাকি অফিস হতে হাউজ লোন নিতে পারব। এখানে উল্যেখ করা যেতে পারে যে আমার গ্রামের বাড়ী ও কেরানীগঞ্জের ৫ শতক জমি বহির্ভূত কোন জমানো টাকা/ সম্পদ নেই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রভিডেন্ট ফান্ড এর টাকা চাকুরী শেষে হাতে পাওয়ার আগ পর্যন্ত সেই টাকার মালিকানা আপনার নয়। সুতরাং প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিয়ে অতিরিক্ত টাকা দিলে সুদ হিসেবে গণ্য হবে। তাই, আপনার জন্য আবশ্যক হলো জমি বিক্রি করে দ্রুত সব ধরণের ঋন পরিষোধ করা। লোন নিয়ে জমি কেনা আদৌ জায়েজ হয় নি। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং দ্রুত সব ঋন থেকে মুক্ত হন।