আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5390

হালাল হারাম

প্রকাশকাল: 1 নভে. 2020

প্রশ্ন

আমার ৭-৮ মাস হলো বিবাহ করার এবং ১ থেকে ২ মাস হলো আমার স্ত্রীর পেটে সন্তান আসার কিন্তু এটা আমি যখন বাড়িতে বলি তখন আমার মা যা তা বলে আমাকেও অনেক বাজে কথা বলে মোটকথা আমার মা চায়না আমার সন্তান এই পৃথিবীতে এখানে আসুক তাহলে এখন আমার করণীয় কি?

উত্তর

আল্লাহ আপনার উপর রহম করুন, আপনার মায়ের অনিষ্ঠ থেকে আপনাদেরকে হেফাজত করুন। সন্তান আল্লাহ তায়ালার দান। কিছুতেই এই দানকে নষ্ট করা যাবে না। আপনি এ কেত্রে আপনার মায়ের কথা শুনতে পারবেন না। যদি আপনার মায়ের পক্ষ থেকে কোন ক্ষতির আশঙ্কা থাকে তাহলে আপনার স্ত্রীকে আপনার মায়ের কাছে রাখবেন না।