আস-সালামু আলাইকুম। আমার প্রশ্নটা হলো জান্নাতে মানুষ কি থেকেই যাবে। নাকি কোন এক সময় মানুষের অস্তিত্ব আল্লাহ শেষ করে দিবেন?
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5373
আস-সালামু আলাইকুম। আমার প্রশ্নটা হলো জান্নাতে মানুষ কি থেকেই যাবে। নাকি কোন এক সময় মানুষের অস্তিত্ব আল্লাহ শেষ করে দিবেন?
ওয়া আলাইকুমুস সালাম। জাহান্নামে কোন এক সময় মানুষের অস্তিত্ব শেষ করে দিবেন, কুরআন ও হাদীসে এমন কোন তথ্য নেই। বরং কাফেররা চিরদিন জাহান্নামে থাকবেন বলে কুরআনে বহু জায়গাতে বলা হয়েছে।