আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5372

হালাল হারাম

প্রকাশকাল: 14 অক্টো. 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার বাবা ব্যাংকে চাকরি করে। এবং বিভিন্ন ব্যাংক থেকে সুম টাকায়। অপুর এখন মাস আগে দেখছি ছেলে যখন ইনকাম করবে বাবা যা খাবে তখন তাদের খাওয়ালে এ টাকা হালাল হয়ে যায়। যেমন – ইহুদি দের দাওয়াত গ্রহণ করেছেন যদি ও তাদের সুদ এর টাকা আছে। এমন একটা হানিস আছে। এই হাদিস এর প্রেক্ষিতে অনেকে বলেন যেমন আমি আমার ট্রাস্টে করেছিলাম। তাদের উত্তর এমন ছিল তার পর থেকে আমি হালাল ভেবে খেতে শুরু করি। তবে অনেক আলেম বলেছেন, পিতার অবৈধ সম্পদ থেকে ছেলে খেতে সম্পদ। পারে, ছেলের জন্য এই সম্পদ লাল হিসেবে গণ্য হবে। শাসায়রিধি সুদের টাকার ক্ষেত্রে বলেন أما بالنسبة لأولاده ملا حرج عليهم أن يأكلوا منه في حياة أسهم ويجيبوا بقوله: لأن النبي صلى الله عليه وسلم أجاب دعوة اليهود مع أنهم يأكلون الريا، وأما إذا وربوه من بعده فهو لهم خلال الأنهم ورتوه بطريقة شرعية، وإن كان هو حراما عليه، لكن هم كسبوه بطريق شرعي بالارت، وأن تعرفوا وتصدقوا به عن أبيهم فلعل الله سبحانه وتعالى أن يجعل هذه الصدقة تسهم ما قبلها من السيئات الماء الباب المفتوح (181/ 19) সন্তানদের কোন দোষ নেই যে, তারা তাদের পিতাজীবিত থাকা অবস্থায় তার এই অবৈধ সম্পদ থেকে যাবে এবং তার দাও গ্রহ করবে। কেননা নবী সা গ্রহন করেছেন, তারা সুদ খাওয়া সত্ত্বেও। আর যখন তারা তাদের পিতার থেকে এই অবৈধ সম্পদের ওয়ারিশ হবে, তখন তা তাদের জন্য হালাল হবে। কেননা তারা শরদ্বীপন্থায় ওয়ারিশ হয়েছে। যদিও সেই সম্পদ তার পিতার জন্য হারায়। কিন্তু সন্তানের তা লাভ করেছে শরীয় পন্থায় ওয়ারিশ হওয়া মাধ্যমে। যদি সন্তানেরা তাদের পিতার সক্ষ থেকে এই সম্পদ সাদকা করেদেয় তাহলে আশা করা যায় আল্লাহ তায়ালা এই মাদক দ্বারা পূর্বের পাপ মুছে দিবেন। সন্তানের উচিত নিজে হালাল টাকা উপার্জন করে নিজের খরা নির্বাহ করা। তবে আপনি যদি নিজে উপার্জন করে নিজের টাকায় নিজের খরচ নির্বাহ করেন তাহলে সেটা নিঃসন্দেহ উত্তম। কিন্তু এখন। fatwa নামে একটা web site dekhcl দেখরি গ্রহন করা যাবে না। আমি ভার্সিগিটির জন্য কোচিং এ শহরে আসছি। এখন আমার বাবা যা আগের থেকে বেশি বেশি খাবার পাঠায় এবং আগের থেকে বেশি বেশি খরচ করে। এখন যদি আমার পুরো টায় না হারাম হয়। তাহলে করনিয় কি? আমার কোচিং ও স্যার এর জন্য ও আনেক টাকা যারা করেছে। এখন এই কোচিং কি বান দিয়ে দেয়া উচিত। নিয়ে ইনকাম করা উচিত নাকি শেষ হওয়া পরজন্ত অপেক্ষা করা উচিত। এখন আমার কোন ইনকাম এর পথ নেই। আর থাকার জন্য বেশি বেশি দিলে কি তা ফেরা নিয়ে কোন রকম খাওয়ার জন্য থাকার জন্য কম খরচ যেটা হয় সেখানে থাকা ও বাড়ি তে যা আছে হারাম টাকার। এখন আমি বাড়ি গেলেও হারা টাকায় খেতে হবে থাকতে হবে। আমার বিয়ে তো দূর ইনকাম এখন ও ৩ উভয় এর জন্য তাদের কথার ঘোর বিরোধিতা করতে হবে। এক্ষেত্রে হওয়ার গুনাহ হবে কি? আমার পিতা মাতা চান আমি উচ্চ শিক্ষা গ্রহন করি। তারা কোনভাবেই চান না যে আমি পড়া লেখাআ বাদ দিয় বা অন্য কাজ করি। আমি যদি তাদের টাকার ও খাওয়ার বিনিময়ে কঠোর পরিশ্রম করি এ কি দিন যা খেয়েছি তার তওবা কিভাবে করতে হবে? তাদের কি ফেরত দিতে হবে নাকি সদকা। কত বছর থেকে হিসাব করে দিতে হবে? ও আমার ছোট থেকে এজমা ও মানসিক রোগ আছে। রেগুলার ঔষধ না খেলে আসা হয়। পপরিশ্রমের কারা করার অভ্যাস ও নেই। কেমন ইনকাম এর খোজ করতে পারি? আমি ৫ ও নামাজ পড়ি কিন্তু এটা আমার উপর প্রভাব ফেলে না। আমার মনে বিভিন্ন ইসলাম বিরোধি সংশয় আসে। এই হারাম তখন জন্য হতে পারে? বা অন্য কারন অহত এ পারে। আমি নেফাক মুক্ত পরিপূর্ণ ঈমান পার হতে চাই। আমার ফরজে আইনের ইলম ও পরিপূর্ন আমাকে সঠিক নসিয়াহ করুন। কিভাবে কিভাবে সর্বপরি সহজে এর থেকে আমি হালাল খেতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রশ্ন অস্পষ্ট। এই নাম্বারে এশার পর ফোন দিবেন 01762629405