আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5371

হালাল হারাম

প্রকাশকাল: 13 অক্টো. 2020

প্রশ্ন

আমি একজন নবীন ডাক্তার। আমার ইন্টার্ন করার সময় অনেকদিন অসুস্থতার জন্য কাজে ফাঁকি দেয়া হয়েছে। তাহলে এখন বেতন এর ক্ষেত্রে কি হকুম হবে? আর যদি হারাম হয় তাহলে সেই হারাম মিশ্রিত টাকা কি নতুন চাকরি পাওয়ার কাজে ব্যবহার করা যাবে?

উত্তর

অসুস্থ হলে যথা নিয়মে ছুটি নিয়ে কর্মবিরতীতে থাকবেন। বিনা কারণে কাজে অনুপস্থিত থাকলে তো সেই পারিশ্রমিক পুরোপুরি হালাল হবে না। অবৈধ টাকা কোন বৈধ কাজে ব্যবহার করা যাবে না।