আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 451

বিবিধ

প্রকাশকাল: 25 এপ্রিল 2007

প্রশ্ন

1) May I recite Tashahud out of prayer to send Salam to Prophet Mohammad?
2) Is Arabic month Rojob better than Shobe Qodor?
3) Suggest me a Bangla Islamic Book where I can get Duas for day- night and Dua after salat
Thank You in advance

উত্তর

১। সালাতের বাইরে সালাম পাঠানোর জন্য তাশাহুদু পড়ার কথা কোন হাদীসে নেই। আপনি অন্যভাবে সালাতের বাইরে রাসূলুল্লাহ সা. এর উপর সালাম পাঠাবেন। ২। না, রজব মাস শবে কদর থেকে উত্তম নয়। ৩। আপনি সালাতের পরে দুআ ও জিকির বিষয়ে এবং অন্যান্য দুআ ও জিকির সম্পর্কে বিস্তারিত জানতে পড়ন, আস-সুন্নাহ পাবলিকেশন্স থেকে প্রকাশিত, ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত রাহে বেলায়ত বইটি।