As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 449

অর্থনৈতিক

প্রকাশকাল: 23 Apr 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম, কেমন আছেন? মহানবী (সাঃ) এর জন্মদিন পালন করার সুন্নত উপায় ওই দিন রোজা রাখা, এছাড়া তিনি প্রতি সোমবার রোজা রাখতেন । এখন প্রস্ন হল আমাদের নিজেদের জন্মদিনে কি আমরা রোজা করতে পারব এবং প্রতি সোমবারের মত নিজেদের জন্মবারেও কি প্রতি সপ্তাহে ওই দিন রোজা রাখা যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১. রাসূলুল্লাহ সা. জন্মবার পালন করেছেন, জন্মদিন নয়। রাসূলুল্লাহ সা. সোমবার জন্মগ্রহণ করেছেন এবং নবুওয়াত পেয়েছেন। তাই তিনি রোজা রেখে এইবার পালন করেছেন। আপনি যদি জন্মবার পালন করতে চান তাহলে আপনকে নবুওয়াত পেতে হবে। এটা সম্ভব নয়্। ২. রাসূলুল্লাহ সা. জন্মবার পালন করেছেন, কিন্তু কোন সাহাবী পালন করেন নি। যদি রাসূলুল্লাহ সা. ব্যতিত অন্য কারো জন্মবার পালন করার অনুমতি থাকতো তাহলে সাহাবীরা নিজেদের জন্মবার পালন করতেন। কারণ সাহাবীগন রা. ছিলেন তাঁর আদর্শ অনুসরনের ব্যাপারে সবচেয়ে বেশী তৎপর। সুতরাং কেউ যদি নিজের জন্মবার পালন করে সেটা হবে সুস্পষ্ট বিদআত। তাই এই কাজ করবেন না।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।