As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4039

হালাল হারাম

প্রকাশকাল: 19 ফেব্রু. 2017

প্রশ্ন

আস সালামুআলাইকুম। আমার মা একটা কবিরাজি চিকিৎসা দিয়ে থাকেন। যাদের দাতে ব্যাথা হয় তাদের কে উনি একটা গাছের শিকড় লোহার তাবিজের ভিতর ডুকিয়ে হাতে বেধে রাখতে বলেন। আল্লাহর রহমতে অদ্যাবধি যত রোগী দেখলাম সবাই সুস্থ হয়েছেন। তিনি এর বিনিময়ে কোন কিছুই নেননা। শুধু মসজিদে ৩টা মোমবাতি অথবা তার সমপরিমান টাকা দিয়ে দিতে বলেন। এখন আমার প্রশ্ন হল, তাবিজ ব্যাবহার করাতো হারাম, আমার এই চিকিৎসার ক্ষেত্রে এর ফতোয়া কি হবে.? জানালে খুব উপকার হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সতর্কতা হলো কোন ধরণের তাবীজ না দেওয়া বা ব্যবহার না করা।