আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4040

আকীকা

প্রকাশকাল: 20 ফেব্রু. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম মুহতারাম, আকিকার ব্যাপারে জানতে চাচ্ছি। তা হলো, ছেলে হলে দুটো আর মেয়ে হলে একটা বকরী দেয়ার হুকুম। প্রশ্ন হলো- জমজ বাচ্চার ক্ষেত্রেও একই হুকুম থাকবে কি? যেমন- ছেলে-মেয়ে বা দুই মেয়ে, দুই ছেলের বেলায় হুকুমগুলো কি হবে? জানাবেন নিশ্চয়। জাযাকাল্লাহ খইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জমজ বাচ্চার জন্য আলাদা কোন হুকুম তো হাদীসে নেই। সুতরাং একই হুকুম হবে। ২ মেয়ে হলে দুটি পশু আর ২ ছেলে হলে ৪টি পশু।