ওয়া আলাইকুমুস সালাম। যেদিন আপনি নেসাব পরিমান সম্পদের মালিক হবেন সেদিন থেকে এক বছর গণণা করতে হবে। ০৪-০৫-২০২০ তারিখের আরবী তারিখ আপনাকে দেখতে হবে। কারণ বছর বলতে আরবী বছর উদ্দেশ্য। এই সময় যদি আপনার কাছে ৪ লক্ষ্য টাকা থাকে, তার এক বছর পর কাছে যাকাত যোগ্য যত সম্পদ থাকবে সব সম্পদের যাকাত দিতে হবে। বছরের মাঝে কম-বেশী হওয়া ধর্তব্য নয়। যদি এক বছর পর আপনার কাছে ৩ লক্ষ থাকে তাহলে ৩ লক্ষ টাকার যাকাত দিতে হবে। যদি ৬ লক্ষ্য থাকে তাহলে ৬ লক্ষ টাকার যাকাত দিতে হবে।