আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 229

বিবাহ-তালাক

প্রকাশকাল: 15 সেপ্টে. 2006

প্রশ্ন

আসসালামু আলাইকুম। দয়া করে আমাকে যত দ্রুত সম্ভব নিম্নোক্ত বিষয় সম্পর্কে কি বিধান হবে জানাবেনঃ- আমার একজন বন্ধু ছয় বছর ধরে একজনের সাথে প্রেম করছে এবং সে এখন মেয়েটিকে বিয়ে করতে চাচ্ছে এই উদ্দেশ্যে যে তাদের ভিতর পাপ যেন আর না হয়। ভবিষ্যৎ এ পরিবারের সবাই তাদের বিয়েটাকে মেনে নেবে বলে আশা রাখে কিন্তু এই মুহুর্তে মেয়ের বা ছেলের পরিবারের কাছে বিষয়টি গোপন থাকবে। এমতাবস্থায় মেয়ের পক্ষে কোন অভিভাবক না থাকলে বিয়ে শরিয়ত সম্মত হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই বয়সে ছেলে মেয়েরা আবেগের কারণে এবং অভিজ্ঞতা না থাকার কারণে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই পিতা-মাতার সিদ্ধান্ত মেনে নেয়ায় সবার জন্য কল্যানকর। সুতরাং ছেলে-মেয়েদের জন্য উচিৎ হলো অভিভাবক ছাড়া বিবাহ না করা। আর হাদীসে মেয়েদের অভিভাবক ছাড়া বিবাহ নিষেধ করা হয়েছে। সুতরাং তাদের জন্য এভাবে বিবাহ করা ঠিক হবে না। বিস্তারিত জানতে দেখুন, আমাদের দেয়া ৪১ নং প্রশ্নের উত্তর।”””””