আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 228

যাকাত

প্রকাশকাল: 14 সেপ্টে. 2006

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ. ১. কোন বেক্তি তার আপন ভাবির চিকিতসার জন্য তাকে না জানিয়ে যাকাতের টাকা দিতে পারবে কি না? ২. জামাতে সালাত আদায়ের কোন মুকটাদি কোন কারনে ভুলে শেষ রাকাতে তাসাহুদ এর পর দুরুদ ও দুয়া মাসুরা পরতে ভুলে গেলে কি করবে? আবার সালাত আদায় করবে? না তার সালাত হয়ে গেছে? আল্লাহ আপনাকে উত্তম যাযা দান কারুন। আমিন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। আপন ভাবি যদি যাকাত পাওয়ার যোগ্য হয় তাহলে তাকে যাকাতের সম্পদ দিতে কোন বাধা নেই। আপন ভাইকেও যাকাতের সম্পদ দেয়া যায় যদি তিনি যাকাতের সম্পদ নেয়ার হকদার হন। ২। এই অবস্থায় আপনার নতুন করে সালাত আদায় করা লাগবে না।