আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 204

সুন্নাত

প্রকাশকাল: 21 আগস্ট 2006

প্রশ্ন

আসসালামু আলাইকুম! ঊস্তাদ! আমি আপনার নিয়মিত শ্রোতা এবং আপনার বইগুলির একজন পাঠক। আমি আপনার খুতবা সম্পর্কিত বইটি পড়ছিলম। মাশাল্লাহ এখানে আপনি গভির পর্জালচোনা করেছেন। আমার প্রশ্ন হল মাতৃভাষায় খুতবা দেওয়ার অভিমতটি বাংলাদেশ এর অনেক আলেম সহজ ভাবে মেনে নিতে চাবেন না। যেমন আমি http://ahlehaqmedia.com/ আহ্লেহাক্মেদিয়া। চম এ খুতবা বিশৈয়ক পস্ত গুল দেখছিলাম। ষেখানে আলেম গন এর কতর বিরধিতা করেছেন। এবং তাদের সপক্কে অনেক জুক্তি দেখিয়েছেন। ঊস্তাধ! এখন আমার প্রস্ন হচ্ছে জে ঐক্ক রক্ষার খেত্রে কি এই বিসৈ নিয়া আমি তাদের সাথে আলছনা আরিয়ে জেতে পার্ব? জাযাকাল্লাহ খাইর!

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ঐক্য রক্ষার খাতিরে আলোচনা করতে গিয়ে আপনি ঐক্য রক্ষা করতে পারবেন বলে মনে হয় না। সুতরাং এই সব থেকে আপনার বিরত থাকায় উচিৎ।