As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 203
আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে যে, যে সকল মেয়েদের সময় মত বিয়ে হচ্ছে না তাদের জন্য সুন্নত সম্মত কি কি ইবাদাত রয়েছে? যা থেকে তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে ।

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 203

প্রশ্ন

আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে যে, যে সকল মেয়েদের সময় মত বিয়ে হচ্ছে না তাদের জন্য সুন্নত সম্মত কি কি ইবাদাত রয়েছে? যা থেকে তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সকল ফরজ নামাযের পর আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহাজ্জুদ নামায আদায় করে আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে, কারণ এই সময় দোয়া কবুল হয় বলে সহীহ হাদীসে উল্লেখ আছে। সকাল বিকাল যে সব মাসসনুন দোয়া আছে সেগুলো পাঠ করা যায়। । রাহে বেলায়াত গ্রন্থেও ১৮৮ ও ১৯২ নং দোয়া পড়বেন। সহীহ মাসনুন ওযীফা গ্রন্থে সকাল বিকালের মাসনুন দোয়াগুলো সহজে পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে সকল বিপদাপদ থেকে নিরাপদে রাখুন।