যে জন্য এটা বললাম সেটা হল, এই সমাজ জীবনে বেঁচে থাকতে হবে আপনাকে। এবং সমাজ জীবনে সকল কাজ আপনাকে/আমাকে করতে হবে। সামাজিক পরস্পরে অনেক দায়িত্ব আছে, সেগুলোও ইবাদত। প্রতিদিন এটা আমাদের করতে হয়। এক্ষেত্রে ভুল হলে, আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হব। হয় সাওয়াব থেকে বঞ্চিত হব, অথবা কিছু গোনাহও হয়ে যেতে পারে। নামায যেমন দৈনন্দিন ইবাদত। অযু যেমন দৈনন্দিন ইবাদত। এই রকম একটা দৈনন্দিন ইবাদত হল সালাম।

সালাম আমাদের দৈনন্দিন ইবাদত। আমরা কমবেশি সবাই সালাম দিই। তবে সালামের অনেক সুন্নাত, গুরুত্ব ও ব্যবহার আমাদের জানা নেই। এই জন্য আমরা অনেক ভুল করি। সাওয়াব থেকে বঞ্চিত হই। অথবা গোনাহও হয়ে যেতে পারে। তাই আমি আশা করছি, ইচ্ছা করছি, আল্লাহ তাওফীক দিলে আমরা আজ এই সালাম ও সম্ভাষণ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নাত ও আনুষঙ্গিক দিকগুলো আলোচনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে উপকারী কথাগুলো বলার এবং শোনার তাওফীক দান করুন। আমীন।

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
বই: মিম্বারের আহবান, পৃ. ৭৯।

না জানার চেয়ে ভুল জানা বেশি ক্ষতিকরঅশ্লীলতা মানবসভ্যতাকে দ্রুত ধ্বংস করে।