As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 820

জিহাদ

প্রকাশকাল: 28 এপ্রিল 2008

প্রশ্ন

বর্তমানে আমাদেরকে কিভাবে জিহাদ করা উচিত? ডা. জাকির নায়েককে পিস টিভিতে বলতে শুনেছি, আমি জিহাদ করছি। তার কথাটা কতটুকু সঠিক বলে আপনাদের মনে হয়?

উত্তর

রাষ্ট্র আক্রান্ত হলে রাষ্ট্রের নিয়ন্ত্রনে শত্রুবাহিনীর সাথে যুদ্ধ করাকে ইসলামী পরিভাষায় জিহাদ বলে। সুতরাং জিহাদ একা একা করা যায় না, জিহাদ হয় রাষ্ট্রের নিয়ন্ত্রনে।আর জিহাদের শাব্দিক অর্থ চেষ্টা করা। জাকির নায়েক সাহেবের জিহাদকে শাব্দিক অর্থে নিতে হবে। পারিভাষিক অর্থে নেয়ার কোন সুযোগ নেই। বিস্তারিত জানার জন্য ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর ইসলামের নামে জঙ্গিবাদ বইটি পড়ন।