As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 819
আস-সালামুআলাইকুম। ১. সাধারনত কবর জিয়ারত করতে গেলে সেখানে সুরা ফাতিহা, সুরা নাস, সুরা ফালাক, সুরা ইখলাছ পরে দরূদ শরীফ পাঠ করে মৃত দের জন্য দোয়া করা হয়ে থাকে। আমাদের সমাজে এটাই বহুল প্রচলিত আমল হিসেবে জারি আছে। আমার প্রশ্ন হল এই প্রকারের কবর জিয়ারত কি সুন্নত সম্মত। যদি না

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 819

প্রশ্ন

আস-সালামুআলাইকুম। ১. সাধারনত কবর জিয়ারত করতে গেলে সেখানে সুরা ফাতিহা, সুরা নাস, সুরা ফালাক, সুরা ইখলাছ পরে দরূদ শরীফ পাঠ করে মৃত দের জন্য দোয়া করা হয়ে থাকে। আমাদের সমাজে এটাই বহুল প্রচলিত আমল হিসেবে জারি আছে। আমার প্রশ্ন হল এই প্রকারের কবর জিয়ারত কি সুন্নত সম্মত। যদি না হয় তাহলে আসা করি সুন্নত সম্মত পদ্ধতি টি জানাবেন। ২. আমার ২য় প্রশ্ন হল কোরআন শরিফ পাঠ করে অথবা অন্য কোন সূরা পাঠ করে সেটার সওয়াব মৃতদের কাছে কি হাদিয়া সরুফ পাঠানো যায়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আপনার দুটি প্রশ্নের মূল কথা হলো কুরআন পাঠের সওয়াব মৃত ব্যক্তি পাবে কি না? সূরা ফাতিহা… ইত্যাদি মূলত পাঠ করা হয় এই উদ্দেশ্যে যে, সওয়াব মৃত ব্যক্তি পাবে। এই বিষয়ে শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. বলেছেন, রাসূলুল্লাহ সা. ও তাঁর সাহাবীগণ কখনো মৃতের জন্য কুরআন খতম, কালেমা খতম ইত্যাদি অনুষ্ঠান করেন নি। এগুলির সওয়াব মৃতব্যক্তি পাবেন বলে কোন হাদীসে বলা হয়নি। তবে, অনেক আলেম বলেছেন যে, যেহেতু দান, দোয়া, হজ্জ ইত্যাদিও সওয়াব মৃতব্যক্তি পাবেন বলে হাদীসে বলা হয়েছে, সেহেতু আমরা আশা করতে পারি যে, কুরআন তেলাওয়াত, যিকির, তাসবীহ ইত্যাদি ইবাদতের সওয়াব তাঁরা পাবেন। এহইয়াউস সুনান, পৃষ্ঠা ৩৯১। বিস্তারিত জানতে দেখুন উক্ত কিতাবের ৩৮৮-৪০০ পৃষ্ঠা।