As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 809
আসসালামুয়ালাইকুম, হুজুর সাহেব নামায এর জন্য যে সব দুআর কথা বলেন… ঐ সব দুআগুলো কোন কিতাবে পাওয়া যাবে যদি একটু বলতেন —খুব উপকার হয়ত।

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 809

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, হুজুর সাহেব নামায এর জন্য যে সব দুআর কথা বলেন… ঐ সব দুআগুলো কোন কিতাবে পাওয়া যাবে যদি একটু বলতেন —খুব উপকার হয়ত।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত সহীহ মাসনুন ওযীফা অথবা রাহে বেলায়াত গ্রন্থটি সংগ্রহ করুন। ওখানে সব দুআ আছে। প্রথমটিতে সংক্ষেপে আর দ্বিতীয়টিতে বিস্তারিত। প্রয়োজনে 01788 99 99 68 কল করুন।