As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 808
আসসালামু আলাইকুম। নিজেকে রাগ থেকে নিয়ন্ত্রন করে তার উপর সবর করার জন্য আল্লাহর কাছে দোয়া করার একটি সুন্নত আমল আমাকে বলে দিন? আল্লাহর কাছে যে দোয়া করলে নিজের সবর এর ক্ষমতা বেশি হয়, এই রকম একটি দোয়া আমাকে বললে উপকৃত হব। জাযাকাল্লাহু খাইর।

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 808

প্রশ্ন

আসসালামু আলাইকুম। নিজেকে রাগ থেকে নিয়ন্ত্রন করে তার উপর সবর করার জন্য আল্লাহর কাছে দোয়া করার একটি সুন্নত আমল আমাকে বলে দিন? আল্লাহর কাছে যে দোয়া করলে নিজের সবর এর ক্ষমতা বেশি হয়, এই রকম একটি দোয়া আমাকে বললে উপকৃত হব। জাযাকাল্লাহু খাইর।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রাগ নিয়ন্ত্রনের জন্য আপনি এই দুয়াটি পড়বেন: أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ উচ্চারণ: আউযুবিল্লাহি মিনাশ শায়ত-নিররজি-ম। সহীহ বুখারী, হাদীস নং ৬১১৫। আর আল্লাহর কাছে নিজের ভাষায় দুআ করুন যেন বিপদাপদে বেশী সবর করতে পারেন।