As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7248

যাকাত

প্রকাশকাল: 27 Mar 2025

প্রশ্ন

আমি একজন নারী, আমার বিয়ের সময় আমি ৮ ভরী স্বর্ণ পাই বাবার বাসা থেকে এবং কিছু পাই শশুর বাসা থেকে। সব মিলিয়ে প্রায় ১০ ভরীর মতো স্বর্ণ আছে আমার। কিন্তু আমার স্বর্ণগুলো আমার শশুর রেখে দিয়েছে। অনেক সময় তার কাছে চাইলে দিতে চায়না, বলে হারিয়ে যাবে আমার কাছে থাক। এখন কি আমাকে এই স্বর্ণের যাকাত দিতে হবে? যাকাতের অর্থ কি আমি আমার স্বামী অথবা মায়ের কাছ থেকে নিতে পারবো? কি পরিমাণ যাকাত দিতে হয় স্বর্ণের?

উত্তর

শশুর স্বর্ণগুলো আত্মসাত করবে না, এই নিশ্চয়তা থাকলে তার যাকাত আপনাকে দিতে হবে। স্বর্ণের  চল্লিশ ভাগের একভাগ বা স্বর্ণের মূল্যের চল্লিশ ভাগের একভাগ যাকাত দিতে হবে। দশ ভরির দাম আনুমানিক ১৬ লাখ হলে ৪০ হাজার টাকা যাকাত দিতে হবে। যাকাতের টাকা আপনারই দেয়া দায়িত্ব। তবে আপনার পক্ষ থেকে যদি আপনার স্বামী, মা বা অন্য কেউ আদায় করে দেয় তাহলেও আদায় হয়ে যাবে।