As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7247

দান-সদকাহ

প্রকাশকাল: 27 Mar 2025

প্রশ্ন

আমি অসুস্থ থাকাকালিন একটি ছাগল ছদকাহ করব মানত করেছিলাম, এখন যদি ছাগলের দামের সমপরিমান টাকা দান করে দিই তাহলে হবে কি?

উত্তর

আপনি যেহেতু ছাগল দেওয়ার মানত করেছিলেন তাই বিশেষ কোনো ওজর না হলে ছাগলটিই মদদকাহ করবেন। তবে ছাগলের ন্যায্যমূল্য মানত হিসেবে দিলেও মানত আদায় হয়ে যাবে।