আমি একটা ওয়েবসাইটে বিসিএস প্রশ্ন আপলোড করার কাজ করি। সেখানে আমাকে প্রশ্নের উত্তর গুলোর ২-৪ লাইনের একটা ব্যাখ্যা দিতে হয়। এখন সেই ব্যাখ্যা গুলো আমাকে বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে নিতে হয়। এখন আমি যেহেতু এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে কপি পেস্ট করছি আমার জন্য সেই ইনকাম কি হালাল। আমি উক্ত প্রশ্ন আপলোড করার জন্য টাকা পাই। আমি যেখান থেকে কপি পেস্ট করি সেই ওয়েবসাইট এর নাম রেফারেন্স এ দিই।
যেমন : প্রশ্ন : মানুষের শরীর হাড় কয়টি? ব্যখ্যা: মানুষের শরীরে ২০৬ টি হাড় আছে- (উইকিপিডিয়া) ওয়েবসাইটের নাম।
এখন আমি কি এভাবে কোন ওয়েবসাইট থেকে এরকম ভাবে তথ্য নিতে পারব? আর এটা যদি হারাম হয় তাহলে কিভাবে করলে হালাল হবে? আমি যদি বিভিন্ন ওয়েব সাইট অথবা বই থেকে পড়ে নিজের মত করে লিখি তাহলে কি হালাল হবে? দয়া করে উত্তর দিবেন।