As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7218

যাকাত

প্রকাশকাল: 23 Mar 2025

প্রশ্ন

শায়খ আহমাদুল্লাহ থেকে জেনেছি যে, বড় ভাইকে যাকাত দেয়া যায় এবং আগাম (অ্যাডভান্স) যাকাত দেয়ার সুযোগও রয়েছে।

আমার বড় ভাইয়ের নিজস্ব কোনো ঘর নেই। তিনি ভাড়াবাসায় থাকেন এবং তার সীমিত আয়ের মাধ্যমে শুধু সংসার চালানোই সম্ভব হয়। তার পক্ষে নিজের অর্থে একটি ঘর তৈরি করা সম্ভব না।

আমি তাকে এ বছর যাকাতের অর্থ থেকে কিছু টাকা দিতে চাই এবং ইনশাআল্লাহ আগামী বছর সম্পূর্ণ ঘর নির্মাণ করে দিতে চাই। তবে সেই খরচটা আমার এক বছরের যাকাতের চেয়ে বেশি হবে, তাই আমি পরিকল্পনা করেছি আগামী কয়েক বছরের যাকাতের হিসাব থেকে এই অর্থ ব্যয় করব।

আমার প্রশ্ন হলো—
১. আমি কি এ বছর কিছু টাকা এবং আগামী বছর পুরো ঘর নির্মাণ করে দিতে পারি, যেটা আগামী কয়েক বছরের যাকাতের টাকা হিসেবে ধরা হবে?
২. এমন আগাম যাকাত দেয়া শরিয়তসম্মত হবে কি না?

উল্লেখ্য: আমি আমার নাম ও পরিচয় গোপন রাখতে চাই।

উত্তর

জ্বী, আপনি আপনর পরিকল্পনা অনুযায়ী যাকাতের অর্থ দিয়ে আপনার ভাইয়ের বাড়ি নির্মাণ করে দিতে পারবেন। https://binbaz.org.sa/fatwas/16228/%D8%AD%D9%83%D9%85-%D8%A7%D8%B9%D8%B7%D8%A7%D8%A1-%D8%A7%D9%84%D8%A7%D8%AE-%D9%85%D9%86-%D8%A7%D9%84%D8%B2%D9%83%D8%A7%D8%A9-%D9%84%D8%B4%D8%B1%D8%A7%D8%A1-%D9%85%D8%B3%D9%83%D9%86-%D9%84%D9%87