As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7217

হালাল হারাম

প্রকাশকাল: 6 Mar 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার পিতা হারাম উপার্জন এর টাকা দিয়ে হালাল ব্যাবসা শুরু করে, মানে ইনভেস্টমেন্ট হারাম টাকার, এখন সে সেই টাকা দিয়েই অনেকদিন ব্যাবসা করেছে, এখন সে বুঝতে পারছে যে সে অন্যায় করেছে, এখন সে হারাম উপার্জন এর টাকা ব্যাবসা করেছিলো সেটা বুঝতে পেরে তাওবা করতে চায়,
১,এখন সে যে হারাম টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করছিলো, সেটার জন্য কি তাকে সেই পরিমান টাকা সদকা করতে হবে, নাকি তওবা করলেই হবে?
২, এবং সেই টাকায় সে যে সম্পদ করেছে, সেই সম্পদগুলো কি ওয়ারিস সুত্রে তার ছেলের অর্থাৎ আমার জন্য গ্রহন করা জায়েজ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিনিয়োগ করা হারাম টাকা এবং ইনকাম হওয়া টাকা, পুরোটা সদাকা করে দিতে হবে সওয়াবের নিয়ত ছাড়া। তবে সংসার চালানোর মতো টাকা না থাকলে, এই টাকা থেকে সংসার চালানোর মত কিছু টাকা এখন রেখে দিবে। পরে হালাল টাকার ব্যবস্থা হলে রেখে দেওয়া হারাম টাকা সদকা করে দিবে সওয়াবের নিয়ত ছাড়া। এভাবে করে সে তওবা করবে বিগত দিনের পাপের জন্য।