আসসালামু আলাইকুম, আমার পিতা হারাম উপার্জন এর টাকা দিয়ে হালাল ব্যাবসা শুরু করে, মানে ইনভেস্টমেন্ট হারাম টাকার, এখন সে সেই টাকা দিয়েই অনেকদিন ব্যাবসা করেছে, এখন সে বুঝতে পারছে যে সে অন্যায় করেছে, এখন সে হারাম উপার্জন এর টাকা ব্যাবসা করেছিলো সেটা বুঝতে পেরে তাওবা করতে চায়,
১,এখন সে যে হারাম টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করছিলো, সেটার জন্য কি তাকে সেই পরিমান টাকা সদকা করতে হবে, নাকি তওবা করলেই হবে?
২, এবং সেই টাকায় সে যে সম্পদ করেছে, সেই সম্পদগুলো কি ওয়ারিস সুত্রে তার ছেলের অর্থাৎ আমার জন্য গ্রহন করা জায়েজ হবে?