আমার পিতা অনলাইনে লটারি হেম খেলে উপার্জন করে। তিনি আমাকে কলেজ যাওয়ার সময় ১০০ টাকা করে দেন। সেখান থেকে ৭০-৮০ টাকা আমি জমা করি যাতে ভবিষ্যতে ব্যবসা দিতে পারি। যেহেতু আমার পিতার উপার্জন হারাম, তাই আমি প্রতিদিনের জমানো এই ৭০-৮০ টাকা আমার পিতার থেকে ধার হেসেব গ্রহন করছি। কিন্তু আমার পিতা তা জানেন না। যাই হোক, আমি এই টাকা ধার হিসেবে গ্রহন করছি এবং পরে সামর্থ হওয়ার পর তা ধার শোধ করার নিয়তে সদকা করে দিবো।
এখন আমার প্রশ্ন হলো যেহেতু আমি ধার হিসেবে নিচ্ছি এবং তা পরে সদকা করে দিবো, এই শর্তে আমি ওই জমানো টাকা দিয়ে ব্যাবসা করলে সেই ব্যবসা থেকে উপার্জন তা জায়েজ হবে কি না?