As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7216

অর্থনৈতিক

প্রকাশকাল: 6 Mar 2025

প্রশ্ন

আমার পিতা অনলাইনে লটারি হেম খেলে উপার্জন করে। তিনি আমাকে কলেজ যাওয়ার সময় ১০০ টাকা করে দেন। সেখান থেকে ৭০-৮০ টাকা আমি জমা করি যাতে ভবিষ্যতে ব্যবসা দিতে পারি। যেহেতু আমার পিতার উপার্জন হারাম, তাই আমি প্রতিদিনের জমানো এই ৭০-৮০ টাকা আমার পিতার থেকে ধার হেসেব গ্রহন করছি। কিন্তু আমার পিতা তা জানেন না। যাই হোক, আমি এই টাকা ধার হিসেবে গ্রহন করছি এবং পরে সামর্থ হওয়ার পর তা ধার শোধ করার নিয়তে সদকা করে দিবো।

এখন আমার প্রশ্ন হলো যেহেতু আমি ধার হিসেবে নিচ্ছি এবং তা পরে সদকা করে দিবো, এই শর্তে আমি ওই জমানো টাকা দিয়ে ব্যাবসা করলে সেই ব্যবসা থেকে উপার্জন তা জায়েজ হবে কি না?

উত্তর

প্রতিদিন যতটুকু টাকা প্রয়োজন হয় ততটুকু টাকা আপনার পিতার থেকে নিবেন। জমানোর দরকার নেই, এই টাকা দিয়ে ব্যবসার কথা মন থেকে বাদ দিন। স্বচ্ছ ইনকামের পথ বের করুন।