As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 711

নামায

প্রকাশকাল: 10 Jan 2008

প্রশ্ন

Assalamu Alaikum, বিতির নামাজ সম্পরকে জানতে চাচ্ছিলাম, রাসুল (স) বলেন : তোমরা বিতিরের নামাজ মাগরিবের মত পড় না বরং অবিচ্ছিন্ন ভাবে পড়, এর মানে কি ২ রাকাত পড়ার পর আত্তাহিয়্যাতু না পড়েই দাড়িয়ে গিয়ে ৩ রাকাত শুরু করা? আর দুয়া কুনুত রুকুর আগে নাকি পরে পড়ব? বিতির নামাজ কি ১ রাকাত পড়া যায়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। না, মাগরিবের মত পড় না এর অর্থ হলো তিন রাকআত পড়ো না এর সাথে আরো দুই বা ততোধিক রাকআত পড়ো। অর্থাৎ তাহাজ্জুদের সাথে বিতর পড়। দুআ কুনুত রুকুর আগে পড়বেন। বিতর নামায রাসূলুল্লাহ সা. কখনো শুধু এক রাকআত পড়েন নি। তাহা্জ্জুদ পড়তে পড়তে শেষে গিয়ে একরাকআত দিয়ে পুরা নামাযকে বিতর বানিয়েছেন। বিস্তারিত জানতে দেখুন, আমাদের দেয়া ১৫৩ এবং ১০৫ নং প্রশ্নের উত্তর।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।