As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 712
কেউ যদি শুধু ওযুর ফরয আদায় করে (ইচ্ছা করে বা অনিচ্ছাই যেমন- ব্যস্ততার কারণে, কিংবা জামাত শুরু হয়ে গেছে এই কারণে তাড়াতাড়ি করে সে শুধু ওযুর ফরয আদায় করল) তাহলে কি তার ওযু হয়ে যাবে? এরপর সে কি সালাত আদায় করতে পারবে?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 712

প্রশ্ন

কেউ যদি শুধু ওযুর ফরয আদায় করে (ইচ্ছা করে বা অনিচ্ছাই যেমন- ব্যস্ততার কারণে, কিংবা জামাত শুরু হয়ে গেছে এই কারণে তাড়াতাড়ি করে সে শুধু ওযুর ফরয আদায় করল) তাহলে কি তার ওযু হয়ে যাবে? এরপর সে কি সালাত আদায় করতে পারবে?

উত্তর

ফহীহগণ বলেছেন হয়ে যাবে। সালাত আদায় করতে পারবে।