ক্যাটাগরি
প্রশ্নোত্তর 7048
আমার মা আলহামদুলিল্লাহ ইসলামের সব নিয়ম মেনে চলার চেষ্টা করেন এবং ফরজ, সুন্নত, নফল,পর্দা সব কিছু মেনে চলেন। আমার বাবা বেচে নেই তাই মায়ের সব খরচ ভাইয়েরা বহন করে কিন্তু তারা ব্যাংক থেকে ঋন নিয়ে ব্যবসা করে এখন প্রশ্ন হচ্ছে তাদের উপার্জিত অর্থ থেকে আমার মা খাওয়া, পোশাক পরলে কি মায়ের গুনাহ হবে বা জায়েজ হবে কিনা?
আপনার মায়ের যদি নিজস্ব টাকা থেকে ভরণ পোষণের ব্যবস্থা না থাকে তাহলে আপনার ভাইদের অর্থে তিনি চলতে পারবেন। আর যদি তার নিজস্ব উপার্জনের ব্যবস্থা থাকে তাহলে নিজের টাকা দিয়ে নিজে চলবেন। আপনার মায়ের উচিত এসব পাপ কাজ বর্জন করার জন্য ছেলেদেরকে চাপ প্রয়োগ করা।