ক্যাটাগরি
প্রশ্নোত্তর 7047
আমি একজন ছাত্র মানুষ, আমি আমার ভাইয়ের সাথে শহরে থাকি এবং সেই বাসায় আমার ভাবিও থাকে। এখন অনেক সময় বিভিন্ন কাজে তার দিকে তাকাতে হয় বা কথা বলতে হয়। এই অবস্থায় কি আমি গুনাহগার হবো? আমি চেষ্টা করি নজর নামিয়ে কথা বলতে কিন্তু অনেক সময় নজর চলে যায়। আমি কি করতে পারি?
এভাবে দেবর-ভাবি এক জায়গায় থাকা ঝুঁকিপূর্ণ। শয়তান সব সময় কুমন্ত্রনা দিয়ে থাকে, সুতরাং পাপে জড়িয়ে পডার ঝুঁকি আছে। তাই আপনি কোন ছাত্রাবাসে থাকবেন। যতদিন ভায়ের বাসায় আছেন ভাবির সাথে যে কোন দেখা সাক্ষাত এড়িয়ে চলবেন। পর্দাবিহীন অবস্থায় কোন পরিস্থিতিতেই তার সাথে সাক্ষাৎ বা কথা বলবেন না।