As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7048

জায়েয

প্রকাশকাল: 12 Sep 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম।

কোনো একটা এলাকায় একটা মাজার আছে। সেখানে শিরকের ছড়াছড়ি। হাদিসে তো স্পষ্ট এসেছে উঁচু কবর ভেঙে দিতে। এখন যদি কেউ হাদিস মতো ওই মাজার টা ভাঙতে যায় যাতে শিরক না হয় কিন্তু যদি অনুমান করা যায় যে মাজার টা ভাঙলে আরো বড় ফিতনা তৈরি হতে পারে তাহলে কি মাজার টা ভাঙা ঠিক হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে কেউ মাজার ভাঙতে গেলে তো সমস্যা হবেই। প্রশাসন, আইন-আদালত আছে। তারা এগুলো করবে, আপনার নিজের হাতে ভাঙার প্রয়োজন নেই।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।