As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7043

প্রশ্ন

বাম হাতের আঙ্গুলের একটি নখে ব্যাথা পাওয়ার কারণে ডাক্তার নখটি তুলে ফেলে ব্যান্ডেস করে দেয়। এবং দুইদিন পর ব্যান্ডেস খোলার জন্য যেতে বলেন। এমতাবস্থায় আমি কীভাবে উযূ করব কারণ উযূ করলে এটি ভিজে যাবে। কিন্তু আমাকে তো এই দুইদিন সালাত আদায় করতে হবে।

উত্তর

ব্যান্ডেসের জায়গাটুকু বাদে অন্যান্য অঙ্গগুলো ধৌত করবেন। ব্যান্ডেসের জায়গায় উপর দিয়ে হালকা করে মাসেহ করে নিবেন। এভাবে সালাত আদায় করবেন।