ক্যাটাগরি
প্রশ্নোত্তর 7042
কোন মেয়ের সাথে মেসেঞ্জারে চ্যাটে কবুল বললে বিয়ে হবে? মেয়ে মন থেকে আমাকে চায় এবং মন থেকেই দুইজন ৩ বার কবুল বলেছি। আমাদের কি বিয়ে হয়ে গেছে? এটা কেউ জানেনা। মানে স্বাক্ষী ছিল না, আমাদের বিয়ে হয়েছে?
না, স্বাক্ষী ছাড়া বিবাহ হবে না। এসব পাপাচার ছেড়ে দিন।