As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 679

অর্থনৈতিক

প্রকাশকাল: 9 Dec 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। আমি বেলজিয়ামে থাকি। এখানে ইন্টারনেটে টাইম অনুযায়ী সুর্য্য ডুবার পরও আলো থাকে, যেন মনে হয় সুর্য্য ডুবেনাই। স্থানীয় মসজিদে ইফতারীর সময় ইন্টারনেটে পাওয়া সুর্য্য ডুবার টাইম থেকে ৫ মিঃ পরে। এখন আমার জন্য স্থানীয় মসজিদের ইফতারির টাইম ফলো করা উচিৎ নাকি ইন্টারনেটে পাওয়া সুর্য্য ডুবার টাইম ফলো করা উচিৎ?

উত্তর

স্থানীয় মসজিদের ইফাতেরর সময় ফলো করবেন।